জীবনের সব চাওয়া পাওয়া হয় না।


জীবন, জীবনের গল্প, জীবন নিয়ে উক্তি, জীবন বৃত্তান্ত, জীবনের কথা, জীবনের কষ্টের কথা, জীবনের কিছু ভুল, জীবনের কাহিনী, জীবনের কিছু বাস্তব কথা, জীবনের সব চাওয়া, জীবনের সব চাওয়া পাওয়া হয় না, জীবনের সবটুকু চাওয়া পাওয়া, জীবনের সব চাওয়া কখনো কি পাওয়া যায়, jibon, jiboner golpo, jiboner kotha, jibon theke neya, jibon kahini, jibon bani, jibon brittanto, jiboner sob chawa, pawa hoy na, jiboner sob chawa pawa hoyna, short story, WriterMosharef

Hi I'm WriterMosharef,

ছোট এই জীবনে আমাদের কত কিছু চাওয়ার
থাকে, তা গুনে শেষ করা সম্ভব নয়।

কারণ, আমরা মানুষ আর আমাদের মধ্যে মন
বিদ্যমান অর্থাৎ, আবেগ।

যেটা আমাদের কে সুখ দুঃখের অনুভব বা অনুভূতি বোঝায়।

অতঃপর: ইচ্ছা, আগ্রহ, ইত্যাদি।

যদি আবেগ না থাকতো তবে কখনোই আমাদের মধ্যে চাওয়া পাওয়ার অনুভব বা অনুভূতি হতো না।

তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে বা মুহূর্তে আমাদের কিছু না কিছু চাওয়ার থাকে।

তবে ভাগ্যের ব্যাপার হলো জীবনের সব চাওয়া পাওয়া হয় না আমাদের।
Previous
Next Post »