Hi I'm WriterMosharef,
ছোট এই জীবনে আমাদের কত কিছু চাওয়ার
থাকে, তা গুনে শেষ করা সম্ভব নয়।
থাকে, তা গুনে শেষ করা সম্ভব নয়।
কারণ, আমরা মানুষ আর আমাদের মধ্যে মন
বিদ্যমান অর্থাৎ, আবেগ।
বিদ্যমান অর্থাৎ, আবেগ।
যেটা আমাদের কে সুখ দুঃখের অনুভব বা অনুভূতি বোঝায়।
অতঃপর: ইচ্ছা, আগ্রহ, ইত্যাদি।
যদি আবেগ না থাকতো তবে কখনোই আমাদের মধ্যে চাওয়া পাওয়ার অনুভব বা অনুভূতি হতো না।
তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে বা মুহূর্তে আমাদের কিছু না কিছু চাওয়ার থাকে।
তবে ভাগ্যের ব্যাপার হলো জীবনের সব চাওয়া পাওয়া হয় না আমাদের।