আবেগি মনের কষ্টের কথা

কষ্টের কথা, নিজের কিছু কষ্টের কথা, আবেগি মনের কষ্টের কথা, কষ্টের জীবন নিয়ে কিছু কথা, কিছু কষ্টের উক্তি, মনের কিছু না বলা কথা, আবেগি মনের কিছু কথা, Speaking of hardships of the emotional mind, Short Story, WriterMosharef
Speaking of hardships of the emotional mind


আজ কাল খুব একা লাগে ভিশন কষ্ট হয় মনে
যখন একা থাকি মনের মধ্যে অশান্তি সৃষ্টি করে
আবেগে আপ্লুত হয়ে পড়ি।

ছোট থেকে বড় হয়েছি কিন্তু, মনের মধ্যে যে
একটা ইচ্ছা শক্তি আছে তা কেউ বুঝতে চায়
নাই আজ পর্যন্ত।

এই যেমন ধরুন এখন আমি ঢাকা গাজীপুর
আছি। আজ মাসের ৭ তারিখ বেতন পেয়েছি
সারাদেশে মহামারী করোনা ভাইরাসে Covid-19 এর কারণে Lockdown গাড়ি চলাচল সহ সকল কিছু বন্ধ রয়েছে।

তবুও কিছু মানুষ নিয়ম ভঙ্গ করছে, যাই হোক
আমি ঐ সব প্রসঙ্গে যাবো না।

তো আমি খবর নেওয়ার জন্য বাড়ি ফোন দিলাম বড় ভাইয়ের কাছে কিছুক্ষণ পর ভাই কে বললাম ভাই এই মাসে কোনো টাকা যদি না পাঠানো হয় সমস্যা হবে? তখন বড় ভাই উত্তরে বলে টাকা লাগবে তুই পাঠিয়ে দিস।

আবার আমাকে বুঝিয়ে দিল তোর যদি টাকা
লাগে আমাকে বলবি আমি পাঠিয়ে দিবো।

আমি ভাই কে কোনো ভাবেই বুঝাতে পারিনি।

কিন্তু, আমার কথা হলো আমি ভাই কে বলেছি
আমি যেখানে থাকি সেইখানে সব দোকান বন্ধ যেমন বিকাশ দোকান। এখন যে টাকা আমি বাড়ি পাঠাব সেই টাকা ও পাঠাতে হিমশিম খাচ্ছি মানে বিকাশ দোকান খোলা পাচ্ছি না।

যেহেতু বেতন দিয়েছে সেই উপলক্ষে এক দিন
খোলা থাকতে পারে তাই আমি পাঠাতে পারবো
কিন্তু, আমার যখন টাকা দরকার হবে তখন
কোনো বিকাশ দোকান খোলা পাবো না।

আর যদি বিকাশে টাকা পাঠায় তাহলে দেখা যাবে ঐ টাকা বের করতে পারবো না বরং ঝামেলা পোহাতে হবে। আর হাতে টাকা টা থাকলে ভালো হবে এই সময়।

কে সুনবে কার কথা তাই কষ্টের কথা নিজের কিছু কষ্টের কথা নিয়ে আমার আবেগি মনের কষ্টের কথা নিয়ে আজ আমার কষ্টের জীবন নিয়ে কিছু কথা শেয়ার করলাম।
Previous
Next Post »