বিচক্ষণতার মান দন্ডে আমরা কেউই পরিশুদ্ধ
হয়ে উঠতে পারিনি। হয়তো কখনো হওয়ার
চেষ্টাও করবো না ফ্যাক্ট দেশের বর্তমান সময়ের অবস্থা।
বাহিরে বের হতে ভয় লাগছে প্রথমবার তাইনা?
একজন নারী প্রতিদিনই বাহিরে বের হওয়ার সময় ধর্ষণকে ঠিক এমনটাই ভয় পায় যেমনটা আপনি এখন করোনা কে পাচ্ছেন।
বিশেষ অনুরোধ যাদেরকে আপনারা খাবার দিচ্ছেন তারা পরিস্থিতির শিকার ভিখারি নয়
দয়া করে ছবি তুলে লজ্জা দিবেন না।
মাননীয় প্রধানমন্ত্রী আপনার চাল আমার
ঘরে এখনও পৌছায়নি দিন মজুর কিছু অতি উৎসাহী মানুষের কথা শুনে, রাস্তায় থাকা মানুষদের পিটানো কানে ধরে উঠ বস করানোর অধিকার পুলিশ অথবা সেনাবাহিনীর নেই।
কে কি কারনে বাইরে আছে তা যাচাই করে
তারপর পদক্ষেপ নেয়া উচিত। রিকশাচালক, সি-এন-জি চালক, দিন মজুর কে পেটানো ঠিক কতটা যুক্তি সংগত তা বুঝে আসছে না।
তাদের ঘরে আগে খাবার দিন, তারপর ঘর থেকে বের হতে বারন করুন।
আপনি আর আমি বাসায় বসে কাটাতে পারছি কিন্তু ভেবেছেন কি? রাস্তায় ঘুরেবেড়ানো পথশিশুদের কথা? তারাও ত বাঁচতে চাই যদি সম্ভব হয় কিছুদিনের জন্য আপাতত স্কুলের রুম গুলো খুলে দেওয়া হোক তাদের জন্য।