চোখে পানি আসার মতো কিছু কথা

koster kotha, valobashar kotha, koster golpo, koster love story, valobasar koster kotha, bhalobasa koster golpo, emotional kotha, valobasar kotha, bhalobashar kotha, bhalobasa koster kotha, afran nisho koster kotha,


মানুষ কখনো কারো কাছে গুরত্ব না পেলে

কষ্ট পায় না।


মানুষ কষ্ট পায় কেউ একটা সময় তাকে খুব গুরত্ব দিয়ে


পরে যখন আস্তে আস্তে তার গুরত্ব কমিয়ে


তাকে অবহেলা করতে শুরু করে।


মানুষ কখনো কারো জন্য এমনি এমনি কাঁদে না।


মানুষ তার জন্যই কাঁদে,


যে চাইলেই না কাঁদিয়ে তার মুখে হাসি ফুটিয়ে

তুলতে পারে সেই মানুষটা কাঁদালে।


সবার জন্য নিজেকে একা লাগে না।


তার জন্যই একা লাগে যে একটা সময়

সবসময় তার পাশে থাকতো।


কিন্তু আজ নেই।


মানুষ সবাইকে হারিয়ে ফেলার ভয় পায় না।


তাকেই হারিয়ে ফেলার ভয় পায় যে কখনো

তাকে হারাতে চায় না।


মানুষ সবার উপর রাগ-অভিমান করে না।


তার উপরই বেশি রাগ অভিমান করে যাকে সে নিজের মানুষ মনে করে।


যাকে সে আপন ভাবে। 


মানুষ সবার জন্য একাকিত্বে ভোগে না।


তার জন্যই একাকিত্বে ভোগে যে নিজের অজান্তেই তার পুরোটা দখল করে আছে। 


মানুষ সবার দেওয়া আঘাতে কষ্ট পায় না।


আপন মানুষ কষ্ট দিলেই সবচেয়ে বেশি কষ্ট পায়। 


মানুষ সবাইকে কাছের মানুষ ভাবে না।


তাকেই কাছের মানুষ ভাবে যার কাছে নির্দিদ্বায়

সে সব কিছু বলতে পারে।


যার চোখে সে নিজের জন্য সম্মান দেখে।


মানুষ সবাইকে বিশ্বাস করতে পারে না।


তাকেই বিশ্বাস করে দিন শেষে যাকে সে ভালোবাসে।

Previous
Next Post »