Adjustment |
Hi I'm WriterMosharef,
ভূমিকা:
আমি মোশারেফ বলছি, আজ কথা বলবো জীবনের কিছু ভুল নিয়ে। দৈনন্দিন জীবনে আমরা যেসব ভুল করে থাকি। তবে কখন ভুল করলে সমস্যা হয় না বা কখন ভুল করা ঠিক নয় এই প্রসঙ্গে।
আমি মোশারেফ বলছি, আজ কথা বলবো জীবনের কিছু ভুল নিয়ে। দৈনন্দিন জীবনে আমরা যেসব ভুল করে থাকি। তবে কখন ভুল করলে সমস্যা হয় না বা কখন ভুল করা ঠিক নয় এই প্রসঙ্গে।
বিস্তারিত:
আমরা অনেকেই অনেক সময় বা অন্যান্য
আমরা অনেকেই অনেক সময় বা অন্যান্য
জায়গায় শুনতে পাই মানুষ মাত্রই ভুল। এই বাক্যটি কানে আসলেই মনের ভেতর কেমন যেন করে উঠে।
হ্যাঁ আমরা জীবনে ভুল করি, তবে কিছু কিছু ভুল জায়গায় ভুল করি।
যেমন: ধরুন Adjustment, জীবনের কিছু ভুল এমন জায়গায় করি যেখানে এই ভুল টা করা উচিৎ না।
আমার মতে, Adjustment হল ধরেন আপনার বাসায় আজকে আপনার প্রিয় বন্ধু আসছে। আজকের রাতটা এখানে থাকতে হবে কিন্তু, আপনার রুমে যে খাট বা চৌকি আছে সেখানে দুজনের জন্য পর্যাপ্ত জায়গা নেই।
তবে একটু চাপ দিয়ে Adjustment করে থাকা যায়।
সেই অর্থে এটাকে বলা যায় Adjustment.
কিন্তু,
যদি আপনার ঐ প্রিয় বন্ধু সবার সামনে আপনাকে বাজে মন্তব্য করে তার উপর আপনার কোনো দোষ নেই। এই দিকে আপনার সম্মান নষ্ট হচ্ছে। তখন যদি আপনি ভাবেন বন্ধু মানুষ থাক। এটা হবে ভুল কারণ, এই ভুল কোনো ধরনের Adjustment হতে পারে না।
উপসংহার:
পরিশেষে বলবো আমাদের জীবনের চলার পথে সব কিছু কে adjustment করা ঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে এর প্রতিবাদ করতে হবে।
পরিশেষে বলবো আমাদের জীবনের চলার পথে সব কিছু কে adjustment করা ঠিক নয় কিছু কিছু ক্ষেত্রে এর প্রতিবাদ করতে হবে।