ভেবেছিলাম একটা সময় আসবে
যখন তোমার শূন্যতা আর আমায় অস্থির করবে না।
যে পথে তুমি হেঁটেছিলে
সে পথে আমি তোমাকে না ভেবেই হাটঁতে পারবো।
যদিও গোলাকার পৃথিবীর কক্ষপথে দেখা হয়ে যায়।
তবে সেদিন হৃৎস্পন্দন থাকবে আমার নিয়ন্ত্রণে
তোমার চোখ আর আমার মস্তিষ্কের বিকৃতি করতে পারবে না।
আমার ধারণা আমার পরীক্ষার খাতার রাসায়নিক
সমীকরণের মতই ভুল ছিল।
তোমায় পাবার তীব্র ইচ্ছা আজও আমায় তাড়ায় মৃত্যুর মত তাড়ায়।