তুমি চলে যাওয়ার পর আমার সব কিছু বদলে গেছে
কিন্তু বদলাতে পারিনি কষ্ট কে
আমার ইচ্ছার কোন দাম ছিলো না তোমার কাছে
তুমি তো তোমার ভালোলাগা ভালোবাসা নিয়ে
ব্যস্ত ছিলে
আমায় সময় দিয়েও সময় দাও নি
আমার চাওয়ার মাঝে কোন অপবিএতা ছিলো না
তাই তো তোমার মাঝে থেকে
আমি আমাকে সরিয়ে নিয়েছিলাম তোমার ভালোর জন্য
কারণ, বিরক্তকর সময়গুলো পাহাড় সমান কষ্ট দেয়
আর কষ্ট ছাড়া তো কোন মানুষই নেই
কষ্ট সবার আছে হয়তো কারো বেশি কারো কম
আমি না হয় কষ্ট নিয়ে বেঁচে থাকলাম
তোমার সুখের জন্য
আমি আমার সুখকে তোমার তরে
বিসর্জন দিলাম কষ্টকে নিয়ে
কষ্ট ছাড়া জীবনের মানে বুঝা যায় না
কষ্টগুলো নিজের ভিতর রাখলাম
প্রকাশ করে কি লাভ
এখন তো তুমি আমার না হয়ে গেছ অন্যকারো
আর কি বলব
তুমি তো আমার কখনোই ছিলে না
আর আমি মালা ভেবে গলায় জরিয়ে রাখতাম আপন মানুষ ভেবে
আমি কষ্ট নিয়ে ভালোই আছি
যদিও বদলাতে পারিনি
কষ্ট শুধু তোমার কথা বলে
তুমি সুখ নিয়ে থেকো তোমার মত করে
আমি না হয় কষ্টকে
নিজের মত করে আপন করে নিলাম।