সব কিছুর জন্য সময় দরকার।
সময় এমন এক সমাধান
যা জীবনের প্রতিটি সমস্যার ক্ষেত্রেই
উপযুক্ত ব্যবস্থা।
আপনি ব্যাথা পেয়েছেন,
সময় দিন ব্যাথা সেরে যাবে।
আপনার কোনো কাজ ঠিক ভাবে হলো না, সময় নিয়ে চেষ্টা করে একটা মূহুর্তে কাজ টা সম্পন্ন হয়ে যাবে।
আপনি অসুস্থ হয়ে আছেন।
সময়ের সাথে সাথে মেডিসিন আর আপনার ধৈর্য্য এবং আল্লাহর রহমত আপনাকে এক পর্যায়ে সুস্থ করে তুলবে অবশ্যই।
আপনি ব্যবসায় লস খেয়েছেন,
মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
হতাশা আপনার চারপাশ অন্ধকার হয়ে আছে।
সময় দিন।
আস্তে আস্তে পরিস্থিতি পরিবর্তন হবে
আপনার চেষ্টার মাধ্যমে।
সুসময় যেমন চিরকাল স্থায়ী হয় না
তেমনি দুঃসময় ও চিরস্থায়ী হয় না।
তবে আমাদের কাছে দুঃসময়ের স্থায়ীত্ব দীর্ঘ।
খারাপ সময় টাও এক সময় কেটে যাবে।
কিন্তু আপনাকে সময় দিতে হবে,
ধৈর্য্য ধারণ করতে হবে।
নিজেকে নিজে যখন সময় এবং সুযোগ দিবেন, আপনি অনেক কিছুই পারবেন ধীরে ধীরে।
সময় সবার অনুকূলে থাকে না সর্বদা।
কিন্তু অনুকূল সময়ের জন্য অপেক্ষা
আর নিজের আত্মবিশ্বাস আপনার পথ
সহজ করে দিবে অনেক খানি।