হয়তো শিখে যাবো ভালো থাকা
মুছে যাবে অসময়ের সব ক্ষত।
সমুদ্রের জলে ধুয়ে যাবে আবেগ
তীরে সযত্নে আঁকা পদচিহ্নের মত।
হয়তো মানবে পাখি পোষ
ফুরোবে অনর্থক দিন গোনা।
যে পাখিটার পালক রঙে রাঙা
তা শত আঘাতের দুঃখ সুতোয় বোনা।
নিজেকে ভালোবাসতে শিখে যাবো
হয়তো শিখে যাবো তুখোড় অভিনয়।
মুক্ত হাওয়ায় শ্বাস নেবো ঠিকই
ভিতরে ভিতরে মরে যাবার ভয়।
হয়তো শিখে যাবো শুধুই দিতে
বেহিসাবে স্বপ্নের বলিদান।
একাকীত্বকে ভেবে নেবো প্রাপ্তি
ঠুনকো আবেগের শ্রেষ্ঠ প্রতিদান।
হাসতে শিখে যাবো একদিন
দুঃখ লুকিয়ে রেখে মন গভীরে।
হয়তো সেদিন জমাবে মেঘ
তুমুল বৃষ্টি নামবে অঝোরে চোখের কোনে।